এই ডকুমেন্ট একটি ইলেকট্রনিক রেকর্ড যা গঠিত হয়েছে তথ্য প্রযুক্তি আইন, 2000 (“আইন“) অনুসারে, তার সময়ে-সময়ে সংশোধিত বিধি, অধীনস্থ প্রযোজ্য নিয়ম এবং এই আইন দ্বারা সংশোধিত ইলেকট্রনিক রেকর্ড সম্বন্ধিত বিভিন্ন বিধান অনুযায়ী। এই ইলেকট্রনিক রেকর্ডটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে উৎপন্ন এবং এতে কোনও ফিজিক্যাল বা ডিজিটাল স্বাক্ষরের প্রয়োজন নেই।
‘PhonePe Earn/PhonePe আয়’-এ রেজিস্টার, অ্যাক্সেস, ব্যবহার বা অংশগ্রহণ করার আগে (নিচে সংজ্ঞায়িত) এই নিয়ম ও শর্তাবলী (“শর্তাবলী“) সাবধানে পড়ুন। এই শর্তাবলী আপনার PhonePe Earn/আয় করুন অ্যাক্সেস, অংশগ্রহণ, ব্যবহার করা পরিচালনা করে এবং আপনার ও PhonePe প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি আইনত বাধ্যতামূলক চুক্তি গঠন করে, যাদের রেজিস্টার করা অফিসের ঠিকানা অফিস-2, ফ্লোর 5, উইং এ, ব্লক এ, সালারপুরিয়া সফ্টজোন, সার্ভিস রোড, গ্রিন গ্লেন লেআউট, বেলান্ডুর, বেঙ্গালুরু, কর্ণাটক – 560103, ভারত।
এই শর্তাবলীর অধীনে ‘PhonePe’-এর সমস্ত উল্লেখে তাদের সমস্ত অধিভুক্ত, সহযোগী, অধীনস্থ, গ্ৰুপের কোম্পানিগুলি, তাদের নিজস্ব অফিসার, ডিরেক্টর, কর্মী, দূত ও প্রতিনিধিরা গণ্য হবেন এবং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। আপনি সম্মত হচ্ছেন এবং স্বীকার করছেন যে আপনি এই শর্তাবলী পড়েছেন এবং যদি আপনি এই শর্তাবলীতে রাজি না হন বা আবদ্ধ হতে না চান, তাহলে আপনি কোনওভাবেই PhonePe Earn/PhonePe আয় অ্যাক্সেস, অংশগ্রহণ বা ব্যবহার করবেন না। আপনি বুঝতে পারছেন যে এছাড়াও ওয়েবসাইটের অন্যান্য সমস্ত নীতি, সাধারণ বা প্রোডাক্ট সাপেক্ষ নিয়ম ও শর্তাবলী, যা PhonePe প্ল্যাটফর্মে উপলভ্য (নিচে সংজ্ঞায়িত) এবং সময়ে-সময়ে সংশোধিত, তা আপনার উপরে প্রযোজ্য হবে, আপনার PhonePe প্ল্যাটফর্ম ব্যবহার/অ্যাক্সেস করার ভিত্তিতে। আপডেট করা সংস্করণ পোস্ট করার মাধ্যমে আমরা যে কোনও সময় এই শর্তাবলী সংশোধন করতে পারি PhonePe-এর মালিকানাধীন/হোস্ট করা/পরিচালনা করা/চালিত করা (সম্মিলিতভাবে “PhonePe প্ল্যাটফর্ম” হিসেবে উল্লিখিত) PhonePe ওয়েবসাইট(গুলি), PhonePe মোবাইল অ্যাপ্লিকেশন(গুলি) এবং অন্য যে কোনও ডিভাইস/প্রপার্টিতে। পোস্ট করার সঙ্গে-সঙ্গেই এই শর্তাবলীর আপডেট করা সংস্করণ কার্যকর হবে। আপনার দায়িত্ব নিয়মিত এই শর্তাবলীতে চোখ বোলানো কোনও ধরনের আপডেট/পরিবর্তনের জন্য এবং তেমন আপডেট/পরিবর্তন পোস্ট করার পরে আপনি PhonePe প্ল্যাটফর্মের ব্যবহার বজায় রাখলে আপনি সেই সমস্ত আপডেট/পরিবর্তন গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। আপনার প্রস্তাবিত কোনও নিয়ম ও শর্তাবলী যেগুলি এই নিয়ম ও শর্তাবলীর অতিরিক্ত বা যেগুলি এই শর্তাবলীকে উলঙ্ঘন করে, PhonePe স্পষ্টভাবে সেগুলি প্রত্যাখ্যান করে এবং সেগুলির কোনও কার্যকারিতা বা প্রভাব থাকবে না। আপনি এই শর্তাবলী মেনে চললে, আমরা আপনাকে একটি ব্যক্তিগত, নন-এক্সক্লুসিভ, অ-হস্তান্তরযোগ্য, সীমিত বিশেষাধিকার প্রদান করব PhonePe Earn/উপার্জন করুন অ্যাক্সেস, ব্যবহার, অংশগ্রহণ করার।
- সংজ্ঞা
- “নিউজলেটার” বলতে নির্দিষ্ট সময় অন্তর ইস্যু হওয়া সংবাদ সম্বন্ধিত লিখিত রিপোর্ট এবং বিশ্লেষণ বোঝাবে, যা নির্দিষ্ট আগ্রহ সম্পন্ন বিশেষ পাঠক গোষ্ঠীর উদ্দেশ্যে প্রায়শই পূর্বাভাস জাতীয় তথ্য পরিবেশন করবে এবং সাবস্ক্রাইবারদের কাছে তা বিতরণ করবে।
- “আমরা“, “আমাদেরকে“, “আমাদের” বলতে PhonePe-কে বোঝাবে।
- “আপনি”, “আপনার”, বলতে PhonePe-র একজন ইউজার/গ্রাহককে বোঝাবে।
- যোগ্যতা
- নিউজলেটার অ্যাক্সেস/ব্যবহার এবং/অথবা সাবস্ক্রাইব করে, আপনি প্রতিনিধিত্ব করছেন, দায়িত্ব নিচ্ছেন এবং নিশ্চিত করছেন যে:
- আপনার বয়স অন্তত 18 বছর এবং আপনি আইনি চুক্তিতে আবদ্ধ হতে সক্ষম।
- সব সময়, আপনি PhonePe প্ল্যাটফর্মে উপলভ্য এবং সময়ে-সময়ে সংশোধিত এই শর্তাবলী, অন্যান্য সমস্ত ওয়েবসাইট নীতি, সাধারণ/প্রোডাক্ট সাপেক্ষ নিয়ম ও শর্তাবলী মেনে চলবেন।
- আপনি কোনও ভাবে PhonePe অ্যাক্সেস করা থেকে অবরুদ্ধ বা আইনত নিষিদ্ধ নন।
- আপনি অন্য কোনও ব্যক্তি/সত্ত্বার পরিচয় জাল করছেন না।
- আপনার উল্লেখ করা সমস্ত তথ্য, ডকুমেন্ট এবং বিবরণ সম্পূর্ণ সত্য, আপনারই মালিকানাধীন এবং আপনি সর্বদা PhonePe প্ল্যাটফর্মে সেগুলিকে আপডেট করে রাখবেন।
- উপরে উল্লিখিত শর্তগুলির কোনও ভুল প্রতিনিধিত্বের ক্ষেত্রে, PhonePe অধিকার রাখে PhonePe প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট অবিলম্বে সমাপ্ত করার এবং প্রয়োজন মনে করলে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করার।
- নিউজলেটার অ্যাক্সেস/ব্যবহার এবং/অথবা সাবস্ক্রাইব করে, আপনি প্রতিনিধিত্ব করছেন, দায়িত্ব নিচ্ছেন এবং নিশ্চিত করছেন যে:
- সাবস্ক্রিপশন
নিউজলেটারে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে নিজের ইমেল অ্যাড্রেস জমা দিয়ে আপনি সাবস্ক্রাইব করতে ইচ্ছুক তা নিশ্চিত করতে হবে। সাবস্ক্রাইব করার সময় চাওয়া তথ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আপনার ইউজারনেম, বয়স, বসবাসের স্থান এবং ফোন নম্বর। এটি স্পষ্ট করা হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন সম্বন্ধিত কোনওরকম ফি বা অন্যান্য চার্জ লাগবে না।
- নিউজলেটারের জন্য নির্দিষ্ট বিধান
নিউজলেটার সম্বন্ধে আপনি এতদ্বারা বুঝতে পেরেছেন এবং সম্মত হচ্ছেন যে:- আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করার মাধ্যমে, আপনি আমাদের কাছ থেকে ইমেল পেতে সম্মত হচ্ছেন। আমাদের নিউজলেটারের লক্ষ্য আপনাকে সাম্প্রতিক ঘটনা, সংবাদ প্রতিবেদন, ব্যবসায়িক অনুষ্ঠান, মতামত, পরিসংখ্যানগত তথ্য এবং ট্রেন্ডিং কথোপকথন সম্বন্ধে আপডেট করে রাখা। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করা আপনার দিক থেকে পুরোপুরি ঐচ্ছিক বিষয়। নিউজলেটার পাঠানোর সময়সূচি সম্পূর্ণভাবে আমাদের উপর নির্ভর করবে। আমরা একমাত্র অধিকার রাখি যে কোনও সময় আগাম ঘোষণা সহ কিংবা ব্যতীত নিউজলেটার সংশোধন বা বন্ধ করার এবং/অথবা আপনার সাবস্ক্রিপশন বাতিল করার।
- নিউজলেটার শুধুমাত্র আপনার জ্ঞাতার্থে প্রদান করা হচ্ছে এবং তা স্বয়ংসম্পূর্ণ বা সর্বাত্মক প্রকৃতির তথ্য নয়। যদিও আমরা সব সময় এবং আমাদের সাধ্যমত ক্ষমতা অনুযায়ী চেষ্টা করি নিউজলেটারে সাম্প্রতিকতম আর প্রাসঙ্গিক তথ্য দেখাতে, আমরা নিউজলেটারে এর নির্ভুলতা, মুদ্রা বা সম্পূর্ণতার গ্যারান্টি দিই না এবং তাতে প্রকাশিত মতামত আগাম ঘোষণা ছাড়াই পরিবর্তন সাপেক্ষ। নিউজলেটারে থাকা মতামত সহ কোনওকিছুই বিনিয়োগের পরমার্শ হিসেবে গণ্য হবে না, বাজারে পারফর্ম্যান্সের তথ্য বোঝাবে না বা কোনও ব্যক্তির জন্য উপযুক্ত সিকিউরিটি, সিকিউরিটির পোর্টফোলিও, বিনিয়োগযোগ্য প্রোডাক্ট, বা বিনিয়োগ কৌশলের সুপারিশ বলে ধার্য হবে না। উপরন্তু, নিউজলেটারটি বিক্রয়, ক্রয়, প্রদান, গ্রহণ, ইস্যু, বরাদ্দ বা হস্তান্তর, অথবা শেয়ার, স্টক, বন্ড, নোট, সুদ, ইউনিট ট্রাস্ট, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য সিকিউরিটি, বিনিয়োগ, লোন, অ্যাডভান্স, ক্রেডিট, ডিপোজিট করার প্রস্তাব হিসেবে বিবেচ্য হবে না কোনও আইনি এক্তিয়ারেই। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে সব সময় পেশাদারদের সুপারিশ নিয়ে এবং স্বাধীনভাবে নিউজলেটারের বিষয়বস্তু যাচাই করে তবেই কোনও সিদ্ধান্ত নেবেন। নিউজলেটারে থাকা তথ্য ব্যবহার করার বিষয়টি আপনার নিজস্ব ঝুঁকি সাপেক্ষ এবং তেমন ব্যবহার থেকে উদ্ভূত কোনও বিরূপ ফলাফলের জন্য আমরা দায়ী থাকব না। নিউজলেটারে দেওয়া বিষয়বস্তু কোনও জনৈক ইউজারের নির্দিষ্ট উদ্দেশ্য, পরিস্থিতি, বা প্রয়োজন মেনে তৈরি করা হয়নি।
- আপনি (সরাসরি বা কোনও সফ্টওয়্যার প্রোগ্রামের সাহায্যে) সম্পূর্ণ বা আংশিক নিউজলেটার পেজ নিয়মিত বা পদ্ধতিগতভাবে ডাউনলোড এবং স্টোর করে ইলেক্ট্রনিক বা ম্যানুয়াল ভাবে সংগঠিত ডেটাবেস সৃষ্টি করবেন না। PhonePe-এর আগাম লিখিত অনুমতি ছাড়া নিউজলেটারের কোনও অংশ অন্য কোনও ওয়েবসাইটে পুনর্নির্মাণ বা সম্প্রচার বা স্টোর করা যাবে না, অথবা এর কোনও পেজ বা অংশবিশেষ ইলেক্ট্রনিক বা অ-ইলেক্ট্রনিক চেহারায় বিতরণ করা যাবে না, কিংবা কোনও সর্বজনীন বা ব্যক্তিগত ইলেক্ট্রনিক পুনরুদ্ধার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনি আরও সম্মত হচ্ছেন যে আপনি অন্য কোনও ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা ব্লগে এই নিউজলেটারের বিষয়বস্তু প্রদর্শন, পোস্ট, ফ্রেম বা স্ক্রেপ করবেন না। নিউজলেটার বা তার মাধ্যমে উপলভ্য বিষয়বস্তু ফ্রেমিং, স্ক্রেপিং বা ইন-লাইন লিঙ্কিং করা এবং/অথবা ওয়েব ক্রলার, স্পাইডারিং বা অন্যান্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা অ্যাক্সেস, কপি, ইনডেক্স, প্রসেস এবং/অথবা স্টোর করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- এই নিউজলেটারের বিষয়বস্তু স্বাধীন ধারণা এবং গণ পরিসরে উপলভ্য বা থার্ড-পার্টির যোগান দেওয়া তথ্য সঙ্কলনের সম্মিলিত ফল। আপনার ব্যক্তিগত, আইনসম্মত এবং অ-বাণিজ্যিক ব্যবহার ব্যতীত, আপনি যা-যা করবেন না: (i) PhonePe-এর আগাম লিখিত সম্মতি ছাড়া কপি, পুনর্নির্মাণ, বা সম্প্রচার; (ii) নিউজলেটারের যে কোনও অংশ বিক্রি বা অপব্যবহার, যেমন কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে; (iii) কোনও অমৌলিক সৃষ্টি। আপনার ব্যক্তিগত ডিস্ক বা অন্যান্য স্টোরেজ মাধ্যমে সেভ করা এই নিউজলেটারের কোনওরকম কপি বা বিষয়বস্তু শুধুমাত্র পরবর্তীকালে দেখার জন্য এবং অ-বাণিজ্যিক ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
- যদি নিউজলেটারে বা থার্ড-পার্টি প্রদত্ত বিষয়বস্তুতে কোনও হাইপারলিঙ্ক অন্তর্ভুক্ত থাকে, তা শুধুমাত্র তথ্যের প্রয়োজনে দেওয়া এবং লিঙ্ক করা ওয়েবসাইটগুলির সুপারিশ বা যাচাইকরণ বোঝায় না। আপনি সম্মত হচ্ছেন যে সেইসব ওয়েবসাইটের বিষয়বস্তুর উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই এবং আমরা সেই বিষয়বস্তু বা তার পরিণাম কিংবা লিঙ্ক করা ওয়েবসাইট অ্যাক্সেস করা থেকে উদ্ভূত কোনও লোকসান বা ক্ষতির জন্য দায় নেব না। আপনি সম্মত হচ্ছেন যে এই ধরনের লিঙ্ক করা ওয়েবসাইট, অ্যাক্সেস করার ঝুঁকি একান্তভাবে আপনার নিজের এবং এখানে বর্ণিত অ্যাক্সেস করা এবং/অথবা ব্যবহার করা সম্বন্ধিত নিয়ম ও শর্তাবলীর অধীন। এই ধরনের লিঙ্ক করা ওয়েবসাইটের গোপনীয়তা বিধির জন্য আমরা দায়ী নই। আপনাকে কোনও থার্ড-পার্টি ওয়েবসাইটে পাঠানো হলে আপনার উচিত সেই থার্ড-পার্টি ওয়েবসাইটে প্রযোজ্য ব্যক্তিগত তথ্য বিষয়ক নীতি চেক করে বুঝে নেওয়া যে কীভাবে তারা আপনার কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে। আমরা কোনও থার্ড-পার্টির বিষয়বস্তুর জন্য দায়ী নই (যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু তাতেই সীমিত নয়, যে কোনও কম্পিউটার ভাইরাস বা অন্যান্য ক্ষতিকারক ফিচার), তথা তেমন থার্ড পার্টির বিষয়বস্তুর উপরে নজরদারি করতেও বাধ্য নই।
- আমরা অধিকার রাখি আপনার সম্বন্ধে বা আপনার দ্বারা নিউজলেটার অ্যাক্সেস/ব্যবহার করা সংক্রান্ত জনতাত্ত্বিক তথ্য এমনভাবে সংগ্রহ, ব্যবহার এবং বিতরণ করার, যাতে আপনার ব্যাক্তিপরিচয় শনাক্ত বা প্রকাশিত না হয়।
- বৌদ্ধিক সম্পদের স্বত্ব
- PhonePe (“PhonePe-এর IP”) বা থার্ড-পার্টির (“থার্ড-পার্টি IP”) মালিকানাধীন, রেজিস্টার করা এবং ব্যবহৃত বিভিন্ন ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, নাম, টাইটেল, লোগো, ইমেজ, ডিজাইন, কপিরাইট এবং অন্যান্য মালিকানাধীন বিষয়বস্তু নিউজলেটারে থাকতে পারে। আপনি স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে PhonePe বা থার্ড-পার্টি, যেমনটাই হোক, যথাক্রমে PhonePe-এর IP বা থার্ড-পার্টি IP-এর একমাত্র মালিক এবং এই ধরনের বৌদ্ধিক সম্পদের অননুমোদিত ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- এই নিউজলেটারে বিদ্যমান কোনওকিছুই ইঙ্গিতে বা অন্যথায় PhonePe-এর IP এবং/অথবা থার্ড-পার্টি IP-তে কোনওরকম অধিকার, লাইসেন্স, বা টাইটেল মঞ্জুর করছে বলে গণ্য হবে না। উপরন্তু, নিউজলেটারটি যে ডোমেইন নেম হোস্ট করে সেটি PhonePe-এর একক সম্পত্তি এবং আপনি নিজস্ব প্রয়োজনের জন্য অনুরূপ নাম ব্যবহার বা অবলম্বন করবেন না।
- কোনও প্রতিনিধিত্ব বা ওয়ারেন্টি নেই
- PhonePe নিউজলেটার সংক্রান্ত কোনও প্রকারের প্রতিনিধিত্ব, ওয়ারেন্টি, অঙ্গীকার, আশ্বাস এবং গ্যারান্টি দেয় না।
- নিউজলেটারটি, যার মধ্যে নিউজলেটারের অংশ হিসেবে সমস্ত বিষয়বস্তু সীমা ছাড়াই বিদ্যমান রয়েছে, তা প্রদান করা হয় ‘যেমন আছে’, ‘যেমন উপলভ্য’ ভিত্তিতে এবং কোনওরকম ঘোষিত বা নিহিত ওয়ারেন্টি ছাড়াই, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু তাতেই সীমিত নয়, নিহিত ওয়ারেন্টিগুলি যেমন টাইটেল, অ-লঙ্ঘন, নির্দিষ্ট উদ্দেশ্যে বাণিজ্যিকতা এবং উপযুক্ততা, তথ্যে অ-হস্তক্ষেপ, উপলভ্যতা, নির্ভুলতা, অথবা নিউজলেটারটি ত্রুটিমুক্ত হওয়া এবং কোনও পারফর্ম্যান্সের ধারা বা ট্রেড ব্যবহারের মাধ্যমে নিহিত, যার সমস্ত কিছুই ঘোষিতভাবে দাবিত্যাগ করা হচ্ছে। PhonePe, তাদের ডিরেক্টর, অফিসার, কর্মী, প্রতিনিধি, পার্টনার এবং বিষয়বস্তু প্রদানকারীরা এমন কোনও ওয়ারেন্টি দেন না যে: (i) নিউজলেটারের ভুল বা ত্রুটি সংশোধন করা হবে, অথবা (ii) নিউজলেটার ব্যবহার করার ফলে আপনার প্রয়োজনগুলি পূর্ণ হবে।
- দায়মুক্তি এবং দায়বদ্ধতার সীমা
- আপনি PhonePe-কে দায়মুক্ত এবং ক্ষতিহীন গণ্য করবেন থার্ড পার্টির করা যে কোনও ক্লেম বা দাবি, বা পদক্ষেপ থেকে, যুক্তিসঙ্গত অ্যাটর্নির ফি সহ, বা জরিমানা থেকে, যা আরোপিত হতে পারে আপনার এই শর্তাবলী, গোপনীয়তা নীতি মানতে ব্যর্থতা থেকে, বা আপনার কোনও আইন, নিয়ম বা বিধান বা থার্ড পার্টির অধিকার লঙ্ঘন করা থেকে।
- কোনও পরিস্থিতিতেই PhonePe দায়ী থাকবে না আপনার এবং/অথবা অন্যান্য পক্ষের কাছে যে কোনওরকম ক্ষতি বা দায়বদ্ধতার জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কিন্তু তাতেই সীমিত নয় প্রত্যক্ষ, পরোক্ষ, বিশেষ, দৃষ্টান্তমূলক, অনিচ্ছাকৃত, ক্ষতিপূরক, শাস্তিমূলক, ফলস্বরূপ বা অনুরূপ ক্ষতি যা নিউজলেটার, তার বিষয়বস্তু থেকে উৎপন্ন বা সম্বন্ধিত হতে পারে, যার মধ্যে সীমা ছাড়াই অন্তর্ভুক্ত থাকতে পারে হারানো লাভ, হারানো ব্যবহার, ব্যবসায় বিঘ্ন, তথ্য হারানো বা অন্যান্য অর্থনৈতিক লোকসান, তা সেগুলি চুক্তিগত, অবহেলাজনিত বা অন্য কষ্টদায়ক পদক্ষেপের মধ্যে যেটাই হোক না কেন।
- আপনি এতদ্বারা PhonePe-এর বিরুদ্ধে সমস্ত ক্লেম মকুব করছেন যেগুলি আপনার সাবস্ক্রিপশন বা নিউজলেটার ব্যবহার করা থেকে উৎপন্ন হতে পারে। নিউজলেটার নিয়ে অসন্তুষ্টি বা অন্য কোনও অভিযোগের ক্ষেত্রে আপনার একক এবং অনন্য অধিকার এবং সমাধান হবে নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করা।
- পরিচালনাকারী আইন এবং এক্তিয়ার
এই শর্তাবলী ভারতের আইন অনুসারে পরিচালিত হবে। উপরন্তু, এই শর্তাবলী থেকে উৎপন্ন হওয়া বা এর সঙ্গে সম্বন্ধিত সমস্ত বিষয়ের শুনানি ও বিচার করার ক্ষেত্রে বেঙ্গালুরু, কর্ণাটক ভারতীয় আদালতের একক এক্তিয়ার থাকবে এবং আপনি অপরিবর্তনীয়ভাবে এইসব আদালতের এক্তিয়ার মেনে নিচ্ছেন।